মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা।
বিএনপি’র জাতীয় কমিটির সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্যরিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল মহেশপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।গত বৃহস্পতিবার সকাল ১১টায় মহেশপুর ডাকবাংলোর হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। মহেশপুর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল লিখিত বকক্ত্য পাঠ করেন।তিনি বলেন সুযোগ পেলে মহেশপুর-কোটচাদপুর এলাকার মানুষের মান উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করবেন।এ নিয়ে তার নিজস্ব ভাবনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মতবিনিময়ের সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার কাজল মহেশপুর-কোটচাঁদপুর অঞ্চল নিয়ে গঠিত ঝিনাইদহ -৩আসনের বিএনপির সংসদ সদস্য পদের মনোনয়ন প্রত্যাশী।
Discussion about this post