মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় বাসচাপায় ফজলুর রহমান (৮০) নামের এক সাবেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু শহরের পিটিআইপাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ফজলুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় গাড়িটিসহ চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘একতা কাঁচা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ফজলুর রহমানকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করার চেষ্টা চলছে।’
Discussion about this post