মহেশপুর (ঝিনাইদহ) :সংবাদদাতা।
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষী (বিএসএফ) শিশু সহ চার বাংলাদেশীকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশীদের ফেরত পাঠানো হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে গত মঙ্গলবার সকালে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ ১শিশু সহ দুই জন পুরুষ ও একন নারীকে আটক করে। বিএসএফের পক্ষ থেকে আটককৃত বাংলাদেশীদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে পত্র পাঠানো হয়।এর পর বাগাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ফেরত নেওয়া হয়েছে।উল্লেখিত ব্যক্তিদের নামে সাধারণ ডায়েরী করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।