যশোর সংবাদদাতা
যশোরের প্যারিস রোডে পুলিশের এক সদস্যের সঙ্গে খারাপ আচরণ ও দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্যের বিরুদ্ধে। গত শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
পরে পুলিশ তাকে আটকের পর মুচলেকা মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায় যুবকদ্বয় দুঃখ প্রকাশ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্যারিস রোডে একজন পুলিশ সদস্য এক নারীর সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা তাসকিন আহমেদ রিয়াজ ও মাহিন হোসেন ফেসবুক লাইভে সেখানে থাকা দৃশ্য সম্প্রচার করছিলেন। অনমতি ছাড়া পুলিশ সদস্যকে লাইভে দেখানোর প্রতিবাদ করলে, যুবকদ্বয় তার ওপর চড়াও হন এবং খারাপ আচরণ করেন। ঘটনার সময় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এরপর যুবকরা নিজেদেরকে সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য হিসেবে পরিচয় দেন। এক পর্যায়ে তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেন । এ সময় তাসকিন আহমেদ রিয়াজ পুলিশের ওপর আবারও চড়াও হন এবং দূর্ব্যবহার চালান। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং তাসকিন আহমেদ রিয়াজসহ দুই জনকে আটক করে। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
Discussion about this post