মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
১৪ আগস্ট ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নিমতলা বিওপি’র জোয়ানরা নিমতলা গ্রামের পাশে মোঃ আনোয়ার হোসেন এর কলা বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ মনির হোসেন এর নেতৃত্বে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪৪ বোতল মদ উদ্ধার করা হয়। যাদবপুর বিওপি’র জোয়ানরা গোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেন এর নেতৃত্বে ২২ বোতল ভারতীয় মদ এবং ০১ কেজি গাঁজা উদ্ধার করে। বাঘাডাংগা বিওপি’র সদস্যরা বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার জিনারুল ইসলাম এর নেতৃত্বে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ০৭ জন (৩ পুরুষ এবং ৪ নারী) বাংলাদেশী নাগরিককে আটক করে।আটককৃত ধুরদের মধ্যে হতে ৪ জন ধুরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ এবং ৩ জন ধুরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। কুমিল্লাপাড়া বিওপি’র জোয়ানরা জিনজিরাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্বাস এর নেতৃত্বে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ০৬ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়।এ ছাড়া খোসালপুর বিওপি’র সদস্যরা খোসালপুর গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ০৪ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে।
Discussion about this post