মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা।
মহেশপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীকর্মীদের একটি সভায় বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে আয়েজিত নারী সমাবেশে অপরাধীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেওয়া হয়।
গতকাল সকাল ১১টায় ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত নারী সমাবেশে বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন উপরোক্ত ঘোষনা দেন।তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে যা ঘটেনি তা এখন মহেশপুরে ঘটানো হয়েছে।
৯মার্চ মহেশপুরের বাশঁবাড়ীয়া ইউনিয়নের কুল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালনের সময় বিএনপি’র কর্মীরা জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করে মা বোনদের শ্লীলতাহানি করে।থানায় অভিযোগ দায়েরের পরও আজও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অবিলম্বে জড়িতদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন ঠান্ডা মাথায় পরিস্থিত মোকাবেলা করার আহবান জানান।
মহেশপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপত্বিতে অনুষ্ঠিত মহিলা সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ডাঃ আলমগীর বিশ^াস, ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামীর স¤া¢ব্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর আমীর লুৎফর রহমান,ফকির আহম্মদ প্রমুখ।
অপর দিকে পুলিশ মঙ্গলবার ভোরে হামলার ঘটনার ৪ নম্বর এজাহার ভুক্ত আসামী সোহেল রানাকে আটক করেছে।।
উল্লেখ্য: জামায়াতে ইসলামী বাংলাদেশ এর পক্ষে ঘটনার দিন দুপুরে সংবাদ সম্মেলন ও সোমবার বিকাল ৩টায় ভৈরবা বাজারে প্রতিবাদ সভা করা হয় ।