মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা।
মহেশপুরের পুড়াপাড়া বাজারের পশু হাটের দিনে চৌগাছার অবৈধ্য পশুহাট চালু থাকায় সরকার প্রতিবছর কোটি টাকার রাজস¦ হারাচ্ছে।এ নিয়ে রোববার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে ব্যবসায়ী ও এলাকার জনগন মানববন্ধন করেছে।
মানববন্ধনে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যবৃন্দ বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ এলাকার জন সাধারন গণ উপস্থিত ছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি মন্ত্রোনালয় ও হাইকোর্ট থেকে দুই বছর পূর্বে চৌগাছার পশুহাটকে অবৈধ্য হাট ঘোষনা করা হয়েছে।তার পরেও যশোর জেলা প্রশাসক ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ্য হাট বন্ধের কোন পদক্ষেপ নেয়নি।ফলে প্রতি বছর সরকার পুড়াপাড়া পশু হাট ইজারা বাবদ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।