মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি।
রোববার দিবাগত রাত ৩টা দিকে মহেশপুর থানা পুলিশ পৌর এলাকার জলিলপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে । এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম।
মহেশপুর থানার এসআই আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জলিলপুর বাজারের দক্ষিণ পাশে আমিনুর রহমানের হার্ডওয়ায়ের দোকানে ৮/৯ জন অজ্ঞাতনামা আন্ত জেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় তিনি পুলিশের এস আই আব্দুর রশিদ,এস আই আদাদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে খুলনা জেলার ফুলবাড়ী এলাকার আতাউর রহমানের ছেলে স¤্রাট আহমেদ (৩০), দৌলতপুর উপজেলার মহেশ^রপাশা গ্রামের সামছু মাত্ববরের ছেলে শাহ আলম মাতুব্বর (৩৫), ফুলতলা উপজেলার পাইগ্রামের মিজানুর শেখের ছেলে রাসেল শেখ (২৪), ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের একরামুল খানের ছেলে মুন্না খান (২৪), খান জাহানআলী উপজেলার ফুলবাড়ী গেট এলাকার সালাম সর্দ্দারের ছেলে আলামিন(২৪) ও একই এলাকার নুরু শেখের ছেলে মুন্না শেখ (৩০ কে আটক করেন।
্য পালাতে গিয়ে ব্রীজ থেকে লাফ দিলে মুন্না নামের ডাকাত দলের এক সদস্য আহত হয়। পুলিশ ডাকাতদের কাছ থেকে তালা কাটা কাটার, লোহার গ্যাষ্টন, লোহার তালা ভাঙার ছেনি, ২ টি লোহার হ্যামার, ৩টি লোহার রড, ১৫ ইঞ্চি সেলাই রেঞ্জ, ২ টি রামদা, ২ টি টর্চ লাইট, ১টি লেজার লাইট, ৪ টি মোবাইল সেট উদ্ধার করে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহার করার জন্য আনা বরিশাল-ড-১১-০০৭৬ নম্বরের একটি ট্রাক আটক করে । এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।