মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
প্রাথমিকের নতুন বই বিতরনের সময় মহেশপুর উপজেলার ২৯ নং সামন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদে
র পিটিয়েছেন,এ নিয়ে অবিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (১ জানুয়ারী) থেকে ঝিনাইদহের মহেশপুরেও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে স্বল্প পরিসরে নতুন বই তুলে দেওয়া হয়েছে।কিন্তু বই উৎসবের ১ম দিনেই ২৯ নং সামন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পিটিয়ে অবিভাবকদের তোপের মূখে পড়েছেন।
আবুল হোসেন নামের এক অভিভাবক বলেন, গত শনিবার সকালে স্কুল চত্তরে বই উৎসবের দিন সকল শিক্ষার্থীরা নতুন বই নিতে স্কুল প্রাঙ্গনে হাজির হয়ে লাইনে দাড়িয়ে ছিলেন। লাইন এলোমেলো হলে প্রধান শিক্ষক এমদাদ জাহিদ হঠাৎ উত্তেজিত হয়ে বেতের লাঠি দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে মারপিট শুরু করেন। শিক্ষকের এমন আচারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে।
বছরের প্রথম দিন আমাদের সন্তানরা স্কুলে গিয়েছে আনন্দের সাথে নতুন বই নিয়ে আসতে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক তাদের পিটিয়ে আহত করেছেন।আমরা প্রধান শিক্ষকের অপসারন চাই।
ম্যানেজিং কমিটির সভাপতি শামিম বলেন, লাইন এলোমেলো হওয়ার কারণে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছে। তবে কোমলমতি শিশুদের পিটানো উচিত হয়নি।
প্রধান শিক্ষক এমদাদ জাহিদ শিক্ষার্থীদের মারধরের বিষয়টি অস্বীকার করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, বিষয়টি আমি জানিনা, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।














