নিজস্ব প্রতিবেদক,মহেশপুর ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খরিপ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেছেন ঝিনাইদহ–৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যের সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যের সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা প্রমুখ।
পরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।