মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা।
মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফাকে টিকা প্রদানের মধ্যে দিয়ে কোভিড ১৯ টিকাদান কার্য়ক্রম উদ্ধোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদন কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের সাংসদ ্এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। উদ্বোধনের পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে সংসদ সদস্য নিজেও টিকা নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশত শীলভাইস চেয়ারম্যান আজিজুল হক আাজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার,আরএমও আকবার নেওয়াজ প্রমূখ।এর পর স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রেনিং সেন্টারে উদ্বোধনী সভায় উল্লেখিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।রোববার মোট ৫০জনকে কোভিট ১৯ টিকা প্রদান করা হবে।এ পর্যন্ত ৪৬২জন টিকা গ্রহনের জন্য নিবন্ধিত হয়েছেন।হাসপাতালে মোট ১১২৬ ডোজ সরবরাহ করা হয়েছে। ১২জন স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত টিমের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
আবুল হোসেন লিটন
০১৭১১২৪৫১০৪