মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছিদ্দিকুর রহমান ছিদ্দিক (৩৫) নামক এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে,গত শনিবার ফতেপর ইউনিয়নের যুগিহুদা গ্রামের হেকিম মুন্সির ছেলে রাজমিস্ত্রী ছিদ্দিক জ্বরে আক্রান্ত হয়। রোববার সকালে তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। ছিদ্দিকুর রহমানের ডেঙ্গু সনাক্ত হওয়াই কর্তব্যরত ডাক্তার তাকে সোমবার যশোর সদর হাসপাতালে রেফার্ড করে । যশোর সদর হাসাপাতালে ভর্তি করার পর তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই দিন রাতেই ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকা মেডিকেল কলেজে পৌছানোর পর ছিদ্দিক মারা যায়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাসির উদ্দিন জানান ৭ সেপ্টেম্বর সকালে ছিদ্দিকুর রহমান কে জ্ঞান হারা অবস্থায় মহেশপুর হাসপাতালে নিয়ে এলে তাকে তাৎক্ষিনক আমার ডাক্তার রা চিকিৎসা দিয়ে যশোর নিয়ে যাওয়ার জন্য রেফার্ড করে । কিন্তু তারা রুগিকে তার পর দিন ৮ সেপ্টম্বর যশোর নিয়ে যায়। পরে সে ঢাকায় মারা গেছে বলে আমি জানতে পেরেছি।