মহেশপুর(ঝিনাইদহ)থেকে অসিম মোদক ঃ
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকালে শ্রীপাট রাধাবল্লভ মন্দির কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুদারের সভাপতিত্বে মন্দির চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিহিসাবে বক্ত্য্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,পৌর মেয়র আব্দুর রশিদ খান,ইন্সেপেক্টর (তদন্ত) আমানউল্লা হক,জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস প্রমুখ।
পরে শ্রীপাট রাধাবল্লভ মন্দির থেকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরানো পাট মন্দিরে শেষ হয়।