মহেশপুর(ঝিনাইদহ থেকে অসিম মোদক ঃ এলাকাবাসীর অনেক দিনের দাবী ছিল মহেশপুরের করোতোয়া খাল পূনঃখনন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এলাকাবাসী দাবী পূরনের আশ্বাস দিয়েছিলেন সাংসদ আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
মঙ্গলবার দুপুরে করতোয়া খাল পূনঃ খননের উদ্বোধন করে মানুষের দাবী পূরন করা হয়েছে।বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত খাল পূনঃ খননের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, প্রচার সম্পাদক মুক্তার হোসেন, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুল হক মৃধা, বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা শ্রমিকলীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।
এর পূর্বে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল মোমিনতলা থেকে চুন্নিরআইট পর্যন্ত করোতোয়া খালের পূনঃ খননের মাটি কেটে উদ্বোধন করেন। করোতোয়া খালটি পূনঃ খননের মধ্যে দিয়ে মোমিমতলা, রুলী, চুন্নিরআইট, মাতলারাইটসহ কয়েকটি গ্রামের লক্ষ্যাধিক মানুষের অনেক দিনের দাবী পূরণ হল।