স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের সদস্য ও মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদকে চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচিত করার দাবিতে গতকাল রোববার দুপুরে শহরে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ থেকে উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও শ্রমীক লীগের উদ্যোগে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ বাসষ্টান্ডে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক প্রভাষক মুকুল গাজি,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,কামাল হোসেন, কবির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান বিপাশ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জাহিদ শান্তি,মাহাবুব আলম,ইমতিয়াজ পারভেজ মিঠু, যুগ্ন-সম্পাদক সুমন হালদার,সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হাসান বাবু,ফতেপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ডাঃ কামরুজ্জামান, বিল্লাল হোসেন, শ্রমীক লীগের হজের আলী,মিন্টু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন মহেশপুর বাসীর চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে নতুন প্রজন্মের প্রতিক অসহায় গরীব দুখী মানুষের বন্ধু জেলা পরিষদের সদস্য ও মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি প্রভাষক এম এ আসাদকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী করার দাবি জানান।