মহেশপুর(ঝিনাইদহ)অসীম মোদকঃ
নৌকার যে গনজোয়ার তৈরী হয়েছে তা ঠেকানোর ক্ষমতা কারও নেই। নৌকার গনজোয়ার দেখেই আজ মানুষ ধানের শীষ ফেলে নৌকার উঠছে। আমরা শান্তি চায় বলেই মানুষ আমাদের কাছে আসছে। আপনারা অশান্তি চান বলেই মানুষ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছে।
তাই মানুষ নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেই। গত রোববার রাতে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে গন-সংযোগ ও যোগদান অনুষ্ঠানে ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল এ কথা বলেন।
রোববার ১০টার দিকে শাড়াতলা,ফতেপুর ও রাখালভোগা গ্রামের জামায়াত-বিএনপি থেকে ৪শ’ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এদিকে বিকালে যাদবপুর ইউনিয়নের লেবুতলা গ্রামে ৮৩ জন বিএনপি’র নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
পরে রাত ১১টার দিকে পান্তপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে ২১১ জন বিএনপি’র নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় যোগদানকারীদের নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ফুলের মালাদিয়ে বরণ করে নেন।
এ সময় তার সাথে ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টার,সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন,আওয়ামীলীগ নেতা ইউনুচ আলী, মহিউদ্দিন মেম্বার, ইমদাদল হক, খোরশেদ আলম ডালিম,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, শরীফুল ইসলাম ভোলন, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম,ইউপি সদস্য আমজাদ হোসেন লেণ্টু,আশাদুল ইসলাম,হাবিবুর রহমান,নওশের আলী, আব্দুল মতিন,নজরুল ইসলাম, মুনছুর আলী,আব্দুল আজিজ,জহুরুল ইসলাম,মিজানুর রহমান,মাছুদুর রহমান,মানিক বিশ্বাস,সাবেক সদস্য বাচ্ছু মেম্বার,হজরত মেম্বার,সোহাগ রহমান,সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ।
এর পুর্বে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মতিলালপুর গ্রাম থেকে ২১৩ জন,কাজিরবেড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২৫০জন,শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৩৭০ জন বিএনপি’র নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।