মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য এ্যাডঃশফিকুল আজম খান চঞ্চলের পক্ষে মহেশপুরে মটর সাইকেল মহড়ার আয়োজন করা হয় ।সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চাই”এই স্লোগান দিয়ে মহড়ায় মহেশপুর ও কোটচাদপুর উপজেলার কয়েক হাজার মটর সাইকেল সহ হাজার হাজার আওয়ামীলীগের নেতা কর্মী অংশ গ্রহন করেন।
গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় মহেশপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে মটর সাইকেল মহড়ার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল । এসময় মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ নিজাম উদ্দিন,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সহ অংগ সংগঠন সমূহের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।মহড়া খালিশপুর বাজার হয়ে কোটচাদপুর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিন করে সভা স্থলে এসে শেষ হয়।
মহড়ায় অংশ গ্রহন কারীরা নৌকার পক্ষে ভোট চান এবং ঝিনাইদহ ৩ আসনে এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল কে মনোনয়ন দেওয়ার দাবী জানান।