মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা।
মহেশপুর পৌর এলাকায় পাইলট বালিকা বিদ্যালয়ে দুদকের আর্থিক সহায়তায় সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে।
গত রোববার সকালে মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ে ঝিনইদহ ৩ আসনের সংসদ সদস্য মোঃনবী নেওয়াজ সততা স্টোর এর উদ্বোধন করেন । এর পর ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নবী নেওয়াজ । বিশেষ অতিথি ছিলেন দুদক যশোরের উপপরিচালক মোঃ জাহিদ হোসেন,মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরম্নল ইসলাম ,মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির।আলোচনা সভায় অতিথি বৃন্দ ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহেশপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন ।