মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা।
মহেশপুর পৌর সভার হামিদপুর মহল্লায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের করুন মৃত্যু হয়েছে। দু’ভাই বোনের মৃত্যুর খবর পাড়ায় ছড়িয়ে পড়লে বাবা মা ও প্রতিবেশীরা কান্নায় ভেঙ্গে পরে।
গত শুক্রবার সকাল ১১টার দিকে পৌর এলাকার হামিদপুর পাড়ার আপন দু’ভাই বোন মাধুরী খাতুন (৯) ও মাহাবুব রহমান (৬) অন্যান্য ছেলে মেয়েদের সাথে বাড়ীর পাশের শহিদুলের পুকুরে গোসল করতে নামে।এক পর্যায়ে দু’ভাই বোন পানিতে ডুবে মারা যায়।পানিতে ডুবে যাওয়ার সময় গোসলরত ছেলে মেয়েরা পুকুরের মালিক শহিদুলকে দু’ভাইবোন পানিয়ে ডুবে মারা যাচ্ছে বলে জানালেও সে শিশু দুটিকে বাঁচাতে এগিয়ে আসেনি বলে পুকুর পাড়ের প্রতিবেশীরা জানান । প্রতিবেশীরা নিহত দু’ভাইবোনের লাশ্পুকুর থেকে উঠিয়ে হাসপাতালে পাঠালে ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। লাশ দেখে বাবা মা নির্বাক হয়ে পড়ে।
প্রতিবেশীরা জানান,মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামের প্রতিবন্ধি মোসত্মাফা মহেশপুরে এইড নামক এনজিওর হিসাব রÿক পদে চাকুরী করেন। সে চাকুরীর সুবাদে স্ত্রী ও দু’ছেলে মেয়ে নিয়ে হামিদপুর পাড়ায় ভাড়া থাকেন। মাধুরী খাতুন ৩য় শ্রেনী ও মাহাবুব রহমান পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ।
প্রতিবেশী জরি খাতুন জানান, আমি দু’ভাই বোন পানিয়ে ডুবে যাচ্ছে দেখে ডাক চিৎকার দিয়ে পানিতে ঝাপিয়ে পড়ি। পানি বেশি থাকায় খুজে পেতে সময় লেগেছে। পরে লোকজন এসে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) আহম্মেদ কবির জানান, সংবাদ পাওয়ার পর পরই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।