মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা।
ঝিনাইদহের মহেশপুরে তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্দোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে অয়োজিত অবহিতকরন সভায় তথ্য কমিশনের উপপরিচালক (প্রশাসন) ড. আ: হাকিম তথ্য পাওয়ার অধিকার বিষয়ে আইনের বিভিন্ন ধারা নিয়ে ব্যাপক আলোচনা করেন।অবহিতকরন সভায় ইউপি চেয়ারম্যান,ইউপি সচিব,স্কুলের শিÿক,সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,সমাজসেবক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশাফুর রহমানের সভাপতিত্বে অবহিতকরন সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী,ইউপি চেয়ারম্যান সেলিম রেজা,ইউপি আওয়ামীলীগের সভাপতি নওশের মলিস্নক, মহেশপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক আবুল হোসেন লিটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ পরিচালনার জন্য ১১৯৮ টি আইন আছে। ১১৯৭ টি আইন সরকারের জন্য, একটি আইন জনগনের জন্য, জনগনই রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ও ৩৯ অনুচ্ছেদ তথ্য আইনের আওতাভুক্ত নয়। সরকারি অনুদান সংশিস্নষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদেরকে জনগনকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।