এম.পলাশ শরীফ, বাগেরহাট অফিস।। বাগেরহাটের শরনখোলায় পানিতে পড়ে দুই শিশুর করম্নন মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে সত্মানীয় জনতা । নিহত ওই শিশুর পারিবারিক সূত্রে জানাগেছে তারা একে অপরে দুই ফুফাতো বোন । নিহতদের পরিবারে চলছে এখন শোকের মাতম ।
নিহত দুই শিশু হলো, বাগেরহাটের শরনখোলা উপজেলার বকুলতলা গ্রামের মান্নান হওলাদারের মেয়ে নওরীন (৫) ও তার ভাগনী সানত্মা (৬) । শিশু শানত্মা আর নানা বাড়ি আসবেনা কুষ্টিয়া থেকে মায়ের সাথে সানত্মা নানা বাড়ি বেড়াতে এসে না ফেরার দেশে চলে গেছে।
নিহত পরিবার ও হাসপাতাল সুত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যায় নানা বাড়ির পাশের বাড়ি মজিদ মীরের পুকুরে দুই শিশু সানত্মা ও মামাতো বোন নওরীন পা দোয়ার জন্য যায়। সেখান থেকে তারা বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন অনেক খোজঁখুজি করে। পরে পুকুরে জুতা ভাসতে দেখে তলস্নাশী চালিয়ে শিশু দুটি উদ্ধার করে শরনখোলা উপজেলা হাসপাতালে নেয়া হয়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করে বলে নিহত নওরীনের বাবা মান্নান হাওলাদার জানান।#