এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিবেদকঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে সহপাঠির শস্নীলতাহানীর অভিযোগে ৯ম শ্রেণির ৩ ছাত্রকে শারীরক নির্যাতন করে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে তাদের নিকট থেকে জরিমানার নামে আদায় করা হয়েছে নগদ ১৫ হাজার টাকা। আজ জিউধরা সেরজনস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিড়্গক খান মো. আবু জাফর গতকাল রোববার এ ঘটনার সত্যতা w¯^Kvi করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বিদ্যালয়ে শালীশ বৈঠক করে ওই তিন ছাত্রকে টিসি দিয়ে বহিস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের অপরাধের জন্য শারীরিক প্রহার ও কিছু জরিমানা করা হয়েছে। ওই জরিমানার টাকা দিয়ে বিদ্যালয়ে বেঞ্চ বানানো হবে।
জানা গেছে, (১৩ আগষ্ট) ৯ম শ্রেণির ৩ ছাত্র সৌরভ, নাজমুল ও পলাশ পরিকল্পিতভাবে তাদের ৩ সহপাঠিকে শ্রেণিকড়্গে নিয়ে শস্নীলতাহানি ঘটায়। ঘটনাটি তাৎড়্গনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। দুরত্বের কারনে ইউএনও নিজে সেখানে না গিয়ে ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান ও থানার ওসিকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেন। চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের সভাপতি মো. নুরম্ন মৃধার অনুরোধে স্থানীয়ভাবে শালীশ বেঠক করেন। বৈঠকে ওই তিন ছাত্রকে বিচার ¯^iƒc চৌকিদার দিয়ে পিটিয়ে গুরম্নতর আহত করা হয়।
এরপরে তাদেরকে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বহিস্কার ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা ওই সময়ই জমা করা হয় বিদ্যালয়ের সভাপতি মো. নুরম্ন মৃধার কাছে। ওই টাকা দিয়ে বিদ্যালয়ে কিছু বেঞ্চ বানানো হবে এমন সিদ্ধানত্ম হয় বৈঠকে। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, অভিভাবকদের অনুরোধে জরিমানা ও বিচার করে ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে। জরিমানার টাকা তৎড়্গনাত আদায় করা হয়েছে বলেও তিনি জানান। বিদ্যালয়ের সভাপতি নুরম্ন মৃধা বলেন, জরিমানার টাকা দিয়ে বিদ্যালয়ে কিছু বেঞ্জ বানানো হবে। ইউনিয়ন চেয়ারম্যান, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিড়্গক মিলে ওই তিন ছাত্রকে শারীরিক প্রহার, জরিমানা ও টিসি দেওয়ার সিদ্ধানত্ম দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, ঘটনাটি ওইভাবে মিমাংশাযোগ্য নয়। ছাত্রদের বিচারের নামে পিটানো ও জরিমানা করার ড়্গমতাও তাদের নেই।
থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পরে শনিবার সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাধ্যমিক শিড়্গা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ৩ ছাত্রীর শস্নীলতাহানীর ঘটনায় কি ববস্থা নেওয়া হয়েছে তা লিখিতভাবে জানানোর জন্য প্রধান শিড়্গককে বলা হয়েছে।