এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ থেকে: বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি মৎস্য ঘের থেকে গতকাল শনিবার রনি মোলস্না(২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে তার ¯^R‡biv| ভগ্নিপতির বাড়ি বেড়াতে এসে সে শুক্রবার সকাল ৯টা থেকে নিখোঁজ ছিলো। গতকাল বেলা ১১টার দিকে ভাইজোড়া গ্রামে ভগ্নিপতি মেরাজুল হাওলাদারের ঘর সংলগ্ন পরিত্যাক্ত ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। রনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ¯^ig½j গ্রামের মৃত মাইনুদ্দিন মোলস্নার ছেলে।
জানা গেছে, রনি মোলস্না ১৫/১৬দিন পূর্বে ভাইজোড়া গ্রামে আনোয়ার হাওলাদারের ছেলে ভগ্নিপতি মেরাজুলের বাড়িতে মা’কে নিয়ে বেড়াতে আসে। শুক্রবার সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। ২৬ঘন্টা পরে গতকাল মেরাজুলের ঘর সংলগ্ন ঘেরে অনেকটা বিকৃত অবস্থায় তার ভাষমান লাশ পাওয়া যায়। এ সময় মেরাজুল বাড়িতে ছিলেন না। রনির মা সেতারা বেগম বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে বাই রোগে ভূগছিলো’।
থানা অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।