নাজমুল হোসেন, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
শিশু রাজন, রাকিব, রবিউল হত্যার বিচার ও সারাদেশে শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে র্যালী, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে সোনার বাংলা ফাউন্ডেশন। গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে মেইন বাসস্ট্যান্ডে আধাঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, mgš^qKvix মসিয়ার রহমান, সুপারভাইজার আসাদুজ্জামান পাটোয়ারি প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ থানা অফিসার-ইন-চার্যের (ওসি) এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে দেশে হঠাৎ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সারাদেশে ন্যায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়ও একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। চলতি বছরের গত ৭ মাসে ( জুলাই পর্যনত্ম) ১২ টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে কালীগঞ্জ থানায়। এছাড়া অনেক ঘটনায় থানায় মামলা হয়নি।পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে খুলনার শিশু রাকিব কে। খুটিতে বেধে পিটিয়ে হত্যা করা হয়েছে সিলেটের শিশু সামিউল আলম রাজনকে। ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জের শিশু নয়ন হোসেনকে।
এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জের শামছিয়া ইসলাম (২৬), মোছাঃ কামরম্নন নাহার সীমা (১৭), দীপা রানী ঘোষ (১৬), আমেনা খাতুন (১৫), তমা রানী ঘোষ (২০), রজনী দাস (১৪), সুরাইয়া ইয়াসমিন তন্নি (১৩), সুস্মিতা খাতুন (৮), রিজিয়া খাতুন (২০) ও নয়ন হোসেন (১০) এর নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এদের মধ্যে কাউকে ধর্ষণ, কাউকে যৌন নির্যাতন, কাউকে যৌন উৎপীড়ন, কাউকে যৌতুকের কারনে মারপিট করে নির্যাতন করা হয়েছে।
সোনার বাংলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শিশু হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার
আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দ্রম্নত বিচারের দাবি জানান।