কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥
আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলড়্গ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে গতকাল বুধবার শোক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বর থেকে শোক র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ শেষে বাজার পায়রা চত্ত্বরে পথসভায় উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, পৌর যুবলীগের আহ্বায়ক মীর মনিরম্নল আলম, যুগ্ম আহ্বায়ক আজম বিশ্বাস, রবীন্দ্রনাথ ও ছাত্রলীগের পৌর সভাপতি সোহেল আরমান সহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনীদের শাসিত্ম দ্রম্নত কার্যকর করার দাবি জানান।