স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ
মহেশপুরের পলস্নীতে গোসল করতে গিয়ে ইব্রাহিম হোসেন (১৩) ও মুজাহিদুল ইসলাম (১১) নামক দুই সহোদর পানিতে ডুবে মারা গেছে। রাতে খোজাখুজি করে গ্রামবাসী পুকুরের পানি থেকে দু’ভাইয়ের মৃত দেহ উদ্ধার করে।
হলদি পাড়া গ্রামের কৃষক জসীম উদ্দীন জানান,গতকাল মঙ্গলবার তার বড় ছেলে ইব্রাহিম হোসেন ভাষানপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও ছোট ছেলে মুজাহিদুল ইসলাম প্রথম শ্রেণীতে লেখাপড়া করতো।স্কুল বন্ধ থাকায় মঙ্গলবার সকালে দু’ভাই পার্শ্ববতী মাঠে মুগ তুলতে যায়। পরে বাড়ী আসার সময় পাশের একটি পুকুরে গোসল করতে নামে, এরপর থেকে তাদের আর খুজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত ৯টার পর গ্রামের লোকজন পানির মধ্যে তাদের মৃত দেহ উদ্ধার করে বাড়ী নিয়ে আসে।
এলাকাবাসী জানিয়েছে,রাত ১২টার দিকে স্কুল মাঠে জানাযা শেষে দু’ভাইকে দাফন করা হয়েছে। দু’পুত্রের দাফনের পর হতে জসিম উদ্দিন ও তার স্ত্রী বাক রম্নদ্ধ হয়ে পড়েছে।