বাবর আলী, মহেশপুর থেকে, মহেশপুরে সীমান্ত বাণীর প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাককে পেটানোর ঘটনায় রোববার থানায় দায়ের কৃত মামলায় আওয়ামীলীগের সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চলের নাম থাকায় মহেশপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্ত্তত কমিটির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।বক্ত্যবে তিনি মহেশপুর থানার অফিসার ইনচার্জ ও সাংবাদিক রাজ্জাকের ত্তীব্র সমালোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন পামত্মাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম এআসাদ, সাধারন সম্পাদক মশিউর রহমান জিয়া প্রমূখ। পরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।