জাহাঙ্গীর আলম, মহেশপুর: ঝিনাইদহ জেলার মহেশপুর সরকারী হাসপাতালে ডাক্তারের অবহেলায় এক কলেজ ছাএীর মৃত্যু। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় সামমত্মা গ্রামের আবুল হোসেনের কন্যা আসমা খাতুন (২২)কে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের অবহেলায় আসমা খাতুন মারা যান বলে তার আত্নীয় স্বজনরা অভিযোগ করেন। এসময় রোগীর আত্মীয় স্বজনরা ও স্থানীয় জনগন বিক্ষুব্দ হয়ে কর্তব্যরত ডাক্তার আলী আশরাফ ও নার্সদের উপর চড়াও হয়। আধা ঘন্টা পর হাসপাতাল কর্তৃপÿÿর হসত্মক্ষেপে বিক্ষুব্দ জনগন স্থান ত্যাগ করে। এ বিষয়ে মহেশপুর হাসপাতালে টি,এস,আই ডাক্তার তাহাজ্জেল হোসেনের মুঠোফনে যোগাযোগ