মহেশপুর ঝঝিনাইদহ)প্রতিনিধি:ঃ মহেশপুরে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষন ব্যবহার বিষয়ক চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন যশোর চ্যাপ্টার কমিটির উদ্দ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাডঃ আমিরম্নল ইসলাম খান চুন্নু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন যশোর চ্যাপ্টার কমিটির নির্বাহী সদস্য যথাক্রমে হাবিবুর রহমান মামুন, দিপ
লুর রহমান দিপু, আশরাফ হোসেন।প্রশিÿক হিসাবে উপস্থিত ছিলেন কনভেনর বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন যশোর চ্যাপ্টার কমিটির কনভেনর এনামুল হক ও আব্দুল হান্নান।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবুল হোসেন লিটন।প্রশিÿন শেষে কৃষক-কৃষানিদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।