ডেস্ক রিপোর্ট : সম্প্রতি ঝিনাইদহের এইচ এস এস রোডের অস্তায়ী কার্যালয়ে ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠিত হয়েছে। জাহিদ হাসান বিপ্লব(দি ডেইলী সান)কে সভাপতি ও রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টেলিভিশন, সকালের খবর)কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠিত হয়েছে ।পরিষদের অন্যান্যরা হলেন: সহ- সভাপতিপিন্টু লাল দত্ত (বাংলাদেশ টেলিভিশন), সহ- সভাপতি এ্যাডঃ শফিউল আলম লুলু (The Daily Tribune ) যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীম (বর্তমান সময় দৈনিক পূর্বাঞ্চল )সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম হিরো (বিজয় টিভি দৈনিক জন্মভুমি ) কোষাধ্যক্ষ জেড এম অমিনুল ইসলাম(Bangladesh Today)প্রচার সম্পাদক শাহজান আলী বিপাশ (দৈনিক মানব কন্ঠ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওলিয়ার রহমান (গাজী টিভি)দপ্তর সম্পাদক মিরাজ জামান রাজ (দুরন্ত প্রকাশ )নির্বাহী সদস্য কোরবান আলী(খবর প্রতিদিন২৪ডট কম, দৈনিক দিনের আলো)নির্বাহী সদস্য ওহিদুজ্জামান টুকু(দৈনিক নবরাজ)নির্বাহী সদস্য এ্যাডঃ সালমা ইয়াসমিন(দৈনিক প্রবর্তন)।অন্যান্য সদস্যগন হলেন: জাকারিয়া হোসেন (ভোরের কাগজ, দৈনিক প্রবাহ)শাহানুর আলম (দৈনিক ইত্তেফাক) কাজী মৃদুল (দৈনিক স্পন্দন) এনামুল কবীর (দৈনিক সত্য খবর)।