জার্মানির রোমান ক্যাথলিক গির্জা জানিয়েছে, দেশটির অন্তত ৬৬ জন পাদ্রী ১০ বছর ধরে শিশু ও প্রাপ্ত বয়সীদের ওপর যৌন নির্যাতন চালানোর দায়ে অভিযুক্ত হয়েছে। এ সব নির্যাতন যাদের ওপর চালানো হয়েছে তাদের বেশিরভাগই পুরুষ বলে জানানো হয়েছে। নির্যাতিতদের প্রায় সবাই গির্জায় প্রার্থনা করতে এসে লম্পট পাদ্রীদের লালসার শিকার হয়েছেন।জার্মানির রোমান ক্যাথলিক চার্চের এক তদন্ত সমীক্ষায় এ সব তথ্য উঠে এসেছে। ১৯৫০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত দেশটির ক্যাথলিক পাদ্রীরা শত শত শিশুকে নির্যাতন করেছেন বলে নির্যাতিত ব্যক্তিদের কেউ কেউ অভিযোগ করার পর চার্চ কর্তৃপক্ষ এ তদন্ত সমীক্ষা চালানোর নির্দেশ দেয়।জার্মানির বিশপ নিয়ন্ত্রিত ২৭টি এলাকার মধ্যে ২১টি থেকে দেয়া প্রতিবেদনে দেখা গেছে, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পাদ্রীরা এ সব নির্যাতন চালিয়েছেন। এ সব প্রতিবেদনে আরো দেখা গেছে, পাদ্রীদের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর ৫৭৬টি অভিযোগ আনা হয়েছে। এক ডজনেরও বেশি বিশেষজ্ঞ এ সব প্রতিবেদন খতিয়ে দেখার পর তা প্রকাশ করা হয়েছে।#