ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গণতন্ত্র সংরক্ষণ দিবস পালন করেছে জাতীয় পার্টি। গতকাল বিকালে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক ড. এম হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান বাবলু, মিজানুর রহমান মিজান, শামীম আজাদ সোনা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল মালেক, ছাত্র সমাজের সভাপতি শান্ত, সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি সাহিদুল ইসলাম খোকন, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর, বাচ্চু মন্ডল, নাসির, আমিরুল কবীর প্রমূখ। সভায় জেলা জাতীয় পার্টির আহবায়ক ড. এম হারুন অর রশীদ বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্জ হুসাইন মোহাম্মদ এরশাদ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে গণতন্ত্র রক্ষায় বিরোধীদলের দাবী মেনে নিয়ে শান্তি পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দেশ এবং জাতীকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি। তিনি আরো বলেন, পল্লী বন্ধু এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে ক্ষমতার পালাবদল ঘটলেও জাতীর ভাগ্যের দৃশ্যমান কোন পরিবর্তন হয়নি। দেশের ১৫ কোটি মানুষ আজ অকেপটে স্বীকার করে এরশাদের শাসনামলই ভাল ছিল। আলোচনা সভা শেষে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।