মোহাম্মদ হোসেন, হাটহাজারী(চট্টগ্রাম)সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে কৃতকর্মের জন্য পুলিশ ÿমা প্রার্থনা করেছে বলে খবর পাওয়া গেছে। গাড়ীতে যান্ত্রিক ক্রুটি দেখা গেলে গাড়ী অচল হয়ে পড়ার অপরাধে পুলিশ চালক মোজাফ্ফর আহমদ নামে এক গাড়ী চালককে গাড়ীর বাম্পারের সাথে রাতভর বেধে রেখে অমানবিক শাসিত্ম প্রদান করেছে। এ ঘটনায় পুলিশ জনগনের রোষানলে পড়লে জনতার কাছে ÿমা প্রার্থনা করে অবশেষে পার পেয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩ডিসেম্বর) দিবাগত রাতে হাটহাজারী থানার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের জববারহাট এলাকায়।
স্থানীয় প্রত্যÿদর্শী, উপস্থিত জনতা এবং ফরহাদাবাদ ইউপি মেম্বার যথাক্রমে আলহাজ্ব হোসাইন মঞ্জু ও এরশাদুল হক লাজুক এর সূত্রে জানা যায়,গত সোমবার হাটহাজারী থানা পুলিশ একটি হাইস (গাড়ী নং-চট্টমেট্রো চ-১১-১১৩৫) রাতভর থানার কর্তব্য পালণের জন্য রিকুজিশন করে। গাড়ী চালক উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউচুফ চৌধুরী বাড়ীর আবুল বশরের পুত্র মো.মোজাফ্ফর আহমদ। রাতে থানা থেকে রাতে ফজলুল কাদের পাটোয়ারী নামের এক এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনে বের হয়। গাড়ী কিছুদূর যাওয়ার পর যান্ত্রিক ক্রটি দেখা দেয়। ঘটনাটি তাৎক্ষনিকভাবে চালক তার পাশে বসা পুলিশ কর্মকর্তাকে অবহিত করে ক্রটি নিয়ে গাড়ীটি ফরহাদবাদ এলাকার জববারহাট নামক স্থানে পৌঁছলে ষ্টাট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও গাড়ীটি আর সচল করা যাচ্ছিলনা । পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে এ ঘটনায় চালক গাড়ী সচল করা যাবে না বলে অবহিত করলে কথিত পুলিশ কর্মকর্তা চালকের উপর ক্ষেপে যায় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে গাড়ী সচল না হওয়ায় এ পুলিশ কর্মকর্তা চালককে গাড়ীর সামনের বাম্পারে হ্যান্ডকাপ পরিয়ে প্রচন্ড শীতের মধ্যেরেখে চলে আসে। চালকের চিৎকারে বাজার এবং আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে মঙ্গলবার (৪ডিসেম্বর) সকালে দীর্ঘক্ষন চেষ্টা করে উপস্থিত লোকজন ও ইউপি সদস্যরা বিষয়টি থানার ওসিকে অবহিত করে । পরে ওসি থানারসেকেন্ড অফিসার জাহাঙ্গীর আরিপ,এসআই আনিস আল মাহমুদ,এসআই নুরুল হাকিমকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থলে পাঠায়। পুলিশ ঘটনারস্থলে গিয়ে জনতার রোষানলে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশকে আক্রমন করতে উদ্যত্ত হলে উপস্থিত গন্যমান্য ব্যক্তি, গাড়ী মালিক সমিতির কর্মকর্তা ও ইউপি সদস্যগন বিÿুব্ধ জনতাকে শামত্ম করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পুলিশ উপস্থিত জনতার সামনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ÿমা প্রার্থনা করে অনুতপ্ত হয় । প্রচন্ড শীতে গাড়ী চালক অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ীতে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।