সরকারের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের অনুমতি না দেওয়াই জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্দোগে নিজস্ব কার্য্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে মহেশপুরো জামায়াত ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের স্থানীয় নায়েবে আমীর ফকির আহম্মদ মাষ্টার লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিক ভাবে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের নিকট আবেদন করি।তিনি মৌখিক ভাবে আমাদের জানিয়েছেন,’’আমার অনুমতি দেওয়ার কোন ক্ষমতা নেই’’।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন, সহ সম্পাদক ফারুক আহম্মেদ, উপজেলা সূরা সদস্য আব্দুল বারী, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আলী মাষ্টার, মিনহাজ উদ্দীন, পৌর সাধারণ সম্পাদক ইনামুজ জহির, পৌর আমীর গোলাম রহমান, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মহিনুর রহমান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, সাংবাদিক অসীম মোদক, নাসির উদ্দীন, বাবর আলী বাবু, জাহাঙ্গীর আলম, আব্দুস সেলিম, পলাশ, খায়রুজ্জামান চপল, শহিদুল ইসলাম প্রমুখ।