ইয়ানুর রহমান, শার্শা (যশোর)ঃ ৩ ডিসেম্বর। দীর্ঘ ৩ বছর ভারতের মোম্বাইয়ে কারাভোগের পর বিএসএফ শিশুসহ ৩২ নারীকে সোমবার রাত সাড়ে ৬টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান জানান, দালালের খপ্পড়ে পড়ে ৩ বছর আগে শিশুসহ ৩২ নারী সীমান্ত পথে ভারতে যায়। ভারতের মোম্বাই শহরে অবৈধভাবে বসবাসের কারণে ভারতীয় পুলিশ তাদের আটক করে মোম্বাই জেল হাজতে পাঠায়।
আদালত থেকে ভারতের রেসকিউ ফাউন্ডেশন নামক একটি এনজিও সংস্থা তাদের মুক্ত করে নিউস্ব সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘ চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার সন্ধ্যা রাতে ভারতীয় ইমিগ্রশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে থেকে মহিলা আইনজীবি সমিতি ও মানবাধিকার সংগঠন রাইটস যশোর তাদের গ্রহণ করেন। ফেরত আসা নারীরা হলো রেনু আক্তার, নাজমা খাতুন, সোমাইয়া খাতুন, বিনা খাতুন, শিল্পী, ফরিদা, লতা, রিমা, সেলিনা খাতুন, সনিয়া খাতুন, মোনালী, সঙ্গীতা, রাখী, শিউলী বেগম, পারভীন, রোকসনা লিপি মোড়ল, ববিতা, সুফিয়ানা, রোজা, মমতাজ, জেসমিন, তাসলিমা, সাজিদা, মনি আক্তার, রুপা, লাবনী, রিনু আক্তার, রেবেকা ও শামসুন্নাহার। এদের বাড়ি ফরিদপুর, খুলনা, নড়াইল, সাতক্ষিরা, ঢাকা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।