ঝিনাইদহ,কোটচাদপুর ও মহেশপুর প্রতিনিধি: স্বাধীনতা যুদ্ধে অনেক মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এ স্বাধীন দেশটি পেয়ে ছিলাম। আমার নেতা বঙ্গবন্ধু শেখমুজবুর রহমান এ দেশটি সোনার বাংলা হিসাবে গড়তে চেয়েছিলেন। এ সোনার বাংলা গড়ার কার্যক্রম যখন তিনি শুরু করে ছিলেন, তখন আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধীতা করেছিলো, আমার ৩০ লক্ষ ভাইকে হত্যা করেছিলে, ২ লক্ষ মা-বোনদের সতীত্ব হনন করেছিলো। তারা সেদিন রাতের অন্ধকারে আমাদের প্রিয়নেতাকে হত্যা করেছিলো। সে কারণে বঙ্গবন্ধু বাংলার মানুয়ের জন্য সোনার বাংলা গড়ে যেতে পারেনী। তারপর ৪২ বছরের মধ্যে অধিকাংশ সময় সেই হত্যাকারীরা এদেশের ক্ষমতায় থাকায় বাংলার মানুষে ভাগ্যের উন্নয়ন ঘটেনী।
দীর্ঘ দিন পরে ক্ষতায় এসে জননেত্রী শেখ হাছিনা আমাদেরকে আরেকটি স্বপ্ন দেখিয়েছে সেটি ডিজিটাল বাংলাদেশ গড়ার। রোববার কোটচাঁদপুর হ্যাচারী কমপ্লেক্স চত্বরে কোটচাঁদপুর বলুহর বাঁওড়ে মৎস্য আহরণ-২০১২ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই উপরোক্ত কথাগুলি বলেন। ঝিনাইদহ জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নানের সভাপতিত্বে দুপুর ১২টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের শফিকুল আজম খান চঞ্চল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহায়েদ জোদ্দার, উপজেলা নির্বাহী অফিসার সুব্রত কুমার শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুননেছা মিকি, সম্পাদক শাহাজাহান আলী, পৌর আহবায়ক ফারজ্বেল হোসেন মন্ডল, সিনিয়ার সহসভাপতি নূরুল ইসলাম খান বাবলু ,জেলা কৃষকলীগের সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, কোটচাঁদপুর পৌর যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান সেলিম। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হ্যাচারী কমপ্লেক্স ঘুরে দেখেন। হ্যাচারীর বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেন।এর পর বিকালে মহেশপুরে সমবর্ধনা অনুষ্ঠানে যোগদেন।সেখান থেকে আমাদের মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন,
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন বিরোধী দলীয় নেত্রী যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য জামায়াত কখনও যুদ্ধে বিরোধীতা করেনি। আজ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে বিরোধী নেত্রীর কথায় আজ তিনি মুক্তিযুদ্ধা হিসাবে লজ্জা পেতেন। তিনি আরও বলেন কিছুদিন পূর্বে বিরোধী দলীয় নেত্রী বরিশালের এক জনসভায় বলেছেন আমাকে আর একবার সুযোগ দিন আমি দেশের চেহারা পাল্টে দেবো। তিনি কিভাবে দেশের চেহারা পাল্টাবেন। মানুষকে অন্ধকারে রেখে আর জনগণের অর্থ লুটপাট করে বিদেশে পাঠিয়েই দেশের চেহারা পাল্টাবেন তিনি।
গতকাল ঝিনাইদহের মহেশপুর কলেজ বাসষ্ট্যান্ডে মহেশপুর উপজেলা আওয়ামীলীগ ও মহেশপুরবাসীর গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে উপরোক্ত কথা বলেন।
মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক এ্যাড. অহেদ আলী জোয়ার্দ্দার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আজিজ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌয়ব আলী জোয়ার্দ্দার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল আজম খান, সাধারণ সম্পাদক মনজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদ, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজ আহম্মেদ প্রমুখ।