প্রেস বিঞ্জপ্তি : শনিবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার ইমাদুল হক প্রিন্স জানান ভভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে মোট ৫৬০টি আসনের বিপরিতে ৬৬৬০জন প্রতিযোগী প্রতিদ্ধন্ধীতা করছে। প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১২জন প্রতিযোগী প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হয়েছে। সবচেয়ে বেশী প্রতিদ্বন্ধিতা হয়েছে সি ইউনিটে। এখানে ৬০টি আসনের বিপরীতে ১৭২২জন প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। এছাড়া বি ইউনিটে ৭৫টি আসনের বিপরীতে ১২৩৯জন প্রতিযোগী অংশগ্রহণ করছে । এছাড়া এ ইউনিটে ৪২৫টি আসনের বিপরীতে ২২৭০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসকে নবরুপে সুসজ্জিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন সকাল ১০টায় পটুয়াখালী ও দুমকির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নিয়ে বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন কৃষি অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার মোঃ নওয়াব আলী, জনসংযোগ বিভাগের সহকরী পরিচালক মাহফুজুর রহমান সবুজ প্রমুখ । পরে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য নির্মিত অভ্যর্থনা কক্ষে গিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।তিনি জানান, ভর্তি পরীক্ষায় কোন অনিয়মের সুযোগ নেই । পূর্বেই ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের নিরাপত্তা এবং পরীক্ষা দুর্নীতিমুক্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার খবর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানা যাবে।