মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।
মহেশপুরের পলস্নীতে পাওয়ার ট্রিলার ও গরম্নর গাড়ীর মূখোমূখি সংঘর্ষে স্কুল ছাত্র রফিকুল ইসলাম রফি (১০) নিহত হয়েছে। এঘটনায় য় আরও ৬জন আহত হয়েছে।এলাকা বাসি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার সময় মহেশপুর উপজেলার সূর্য দিয়া গ্রামের মুজিবর রহমার তার পুত্র স্কুল ছাত্র রফিকুল ইসলাম রফিকে সাথে নিয়ে মাঠ থেকে পাওয়ার ট্রিলারে করে কাচা পাট পরিবহন করছিল।এ সময় জলিলপুর মাঠ নামক স্থানে গরম্নর গাড়ীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনাস্থলেই স্কুল ছাত্র রফিকুল ইসলাম মারা গেছে।দূর্ঘটনায় মিজানুর রহমান,রফিকুল,ইউছুপ আলী,হুজুর আলী আহত হয়েছে।
আহতদেরকে মহেশপুর ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।