মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্দোগে সূধী সমাবেশের আয়োজন করা হয়।
২৭আগষ্ট দুপুর ১টায় বায়তুন নূর ভবনে পৌর জামায়াতের আমির মোঃ নওফেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ও জামায়াতে ইসলামীর ঝিনাইদহ ৩আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।সভায় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোঃআব্দুল হাই,মহেশপুর থানা আমির মোঃ ফারুক হোসেন,থানা সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন পলাশ প্রমূখ।সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী যাতে সরকার গঠন করে দাসত্বের হাত থেকে মানুষকে মুক্ত করতে পারে সে জন্য সূধী সমাজের সহযোগিতা কামনা করেন।
Discussion about this post