মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় মাদক আটক করেছে। হালদারপাড়া গ্রামের পাশে মোঃ মোকসেদুল এর সেগুন বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ মনির হোসেন এর নেতৃত্বে ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।একই রাতে হালদারপাড়া গ্রামের পাশে মোঃ মনির এর আমবাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই রাত ২টার সময় মাধবখালী বিওপি’র জোয়ানরা হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে মাধবখালী গ্রামের মাঠের মধ্যে হতে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২০০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
তবে কোন আসামী আটক হয়নি।