মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি।
সরকারি রাস্তা থেকে দখলদারদের উচ্ছেদ করার তিন দিনের মধ্যে পূনরায় দখল করে টিন দিয়ে ঘিরে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে মহল্লাবাসীর মাধ্যমে জানা যায়,গত ৯মে ঝিনাইদহের জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন শ্যামকুড় ইউনিয়নের টাঙ্গাইল পাড়া গ্রামের একটি সরকারী রাস্তা হতে অবৈধ্য দখলদারদের নির্মিত টিনশেড বসতঘর,গোয়ালঘর ও বাশঝাড় উচ্ছেদ করেন। এ সময় শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হক,উপসহকারী ভূমি কর্মকর্তা জুলফিকার আলী, ভূমি অফিসের সার্ভেয়ার মনিরুল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দত্তনগর পুলিশ ফাড়ীর এসআই আশিক এর নেতৃত্বে পুলিশ সদস্যরা আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
উচ্ছেদ অভিযান শেষ করে আসার তিন দিনের মধ্যে শাহাজান আলী,শরিফুল ইসলাম,রবু ও সোমা রাস্তাটি পূনরায় দখল করে নিয়ে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছে।এই রাস্তা দিয়েই মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধির বাড়ী প্রবেশ করতে হয়।
এলাকাবাসী বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ ও সহকারী কমিশনার (ভূমি)শরিফ শাওন কে অবহিত করেছেন। এ ব্যপারে মহেশপুরের দৈনিক বাংলাদেশের খবরের সংবাদদাতা আবুল হোসেন লিটন জানান,১৯৮০সালের পূর্বে টাঙ্গাইলপাড়া গ্রামটি বর্তমান স্থানে ছিল না।১৯৯৮সালে সেটেলমেন্ট জরিপের সময় গ্রামবাসীর আবেদনের পেক্ষিতে শ্যামকুড়ের তৎকালিন তহশীলদার ৩০ধারা মতে ১৪টি ডিপি খতিয়ানের বিরুদ্ধে আপত্তি মামলা দায়ের করেন।বদর আমিন তদন্ত করে রিপোর্ট দিলে এক সপ্তাহের শুনানী শেষে টাঙ্গাইলপাড়া গ্রামের উপর দিয়ে ২টি রাস্তা তৈরির রায় দেওয়া হয়।বর্তমানে সেই স্থানে ১২২ফুট লম্বা ছোট রাস্তাটি দখলদাররা নিজেদের দখলে রাখার চেষ্টা করছে। এ ব্যপারে সহকারী কমিশনার (ভূমি)শরিফ শাওন বলেন খোজ নিয়ে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।