মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৩ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মেজর জেনারেল(অবঃ)সালাউদ্দিন মিয়াজি মহেশপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
মঙ্গলবার সকাল ১১টায় মহেশপুরে তার নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, তার পিতা ময়নুদ্দিন মিয়াজি এই আসনে পূর্ব পাকিস্তান গণপরিষদের ও স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত এমপি ছিলেন।আমি তারই পুত্র, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।তিনি আরো বলেন,তাছাড়া সকল ভোটার যাতে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে সে ব্যপারে সকলকে সজাগ থাকতে বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সম্পাদক সুলতানুজ্জান জামান লিটন,মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারজেলা কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম পাঠান,যুবলীগনেতা আতিয়ার রহমান,আঃ রাজ্জাক প্রমূখ।