ডেস্ক রিপোর্ট ঃ রোববার বেইজিং সময় সকাল ১০টা ৫০ মিনিটে, থাইইউয়ান স্যাটলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে লংমার্চ-২ডি পরিবাহক রকেটের সাহায্যে, একসঙ্গে চারটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।
চারটি উপগ্রহ হচ্ছে: সিসিয়াং-০১, সিসিয়াং-০২, সিসিয়াং-০৩, এবং ইনহ্য লিনসি-০৩। উত্ক্ষেপণের নির্দিষ্ট সময় পর উপগ্রহগুলো মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
সিসিয়াং সিরিজের উপগ্রহগুলো প্রধানত রিমোট সেন্সিং পর্যবেক্ষণ ডেটা পেতে এবং বাণিজ্যিক রিমোট সেন্সিং পরিষেবা দিতে ব্যবহৃত হবে।
এবং ইনহ্য লিনসি-০৩ উপগ্রহ মূলত স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে। সূত্র: সিআরআই।