নিজস্ব প্রতিবেদক,মহেশপুর ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবুল কাশেম গতকাল শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর হাসপাতালে মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহি — রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮০) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকালে সেজিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা প্রথক ভাবে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর ইসলাম চৌধরিী, বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাধারমন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন,নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা,বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, রবিউল হোসেন,বেলায়েত হোসেন,সামসুল হক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।
এর পুর্বে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চলসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কফিনে পুস্পমাল্য অর্পন করেন।