তারিফুজ্জামান,ঢাকাঃ
ইসলামাবাদের জবাবদিহি আদালত আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে আট দিনের শারীরিক রিমান্ডে পাঠিয়েছে। বিচারক মুহাম্মদ বশির শুনানিতে সভাপতিত্ব করেন যেখানে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) দুর্নীতির মামলায় পিটিআই প্রধান ইমরান খানের ১৪ দিনের শারীরিক রিমান্ডের আবেদন করেছিল।
অন্যদিকে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের প্রতিনিধিত্ব করছেন খাজা হারিস, ব্যারিস্টার আলী গোহর এবং অ্যাডভোকেট আলী বুখারি সহ আইনজীবীদের একটি দল যার মধ্যে আল-কাদির ইউনিভার্সিটি ট্রাস্টের বিরুদ্ধে দায়বদ্ধতা আদালতে তার মামলার চলমান শুনানি চলছে।ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) ডেপুটি প্রসিকিউটর জেনারেল সরদার মুজাফ্ফর আব্বাসি এবং বিশেষ প্রসিকিউটর, রফিক মাসুদ, বিচারের সময় আদালতে উপস্থিত ছিলেন। সূত্র: এআরওয়াই।