মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতাঃ
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মহেশপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় শহরে একটি র্যালী বের হয়।এর পর মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান।
মেলায় কৃষি বিভাগ, ব্যাক্তি মালিকানাধীন বিভিন্ন কৃষি ফার্ম,সুইট এগ্রোভেট লিঃ সহ কয়েকটি বালাই নাশক কোম্পানী স্টলে তাদের পন্য প্রদর্শন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল আজম খান,উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ,কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমূখ।