নিজস্ব প্রতিবেদক,মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্তরে নতুন বছরের প্রথম দিনেই নতুন ক্লাসের নতুন বই গতকাল রোববার সকালে ছাত্র/ছাত্রীদের হাতে তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে।
বই উৎসবের দিনে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল অনুষ্ঠানিক ভাবে সরকারী প্রথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মহেশপুর থানার অফিসাস ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল,উপজেলা আওয়ামরীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান,খায়রুল ইসলাম,শাহারিয়ার টিপু সুলতান প্রমুখ।