ডেস্ক রিপোর্টঃ
রাশিয়ার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ফাইটার সু-৫৭ ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে তার সেরা গুণাবলী প্রদর্শন করছে, ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের সিইও ইউরি স্লিউসার গতকাল আর্মি ২০২২ আন্তর্জাতিক সামরিক-প্রযুক্তিগত ফোরামে একথা বলেছেন।
প্রধান নির্বাহী বলেছেন, ‘বিমানটি [সু-৫৭] বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করছে এবং তার সেরা গুণাবলী প্রদর্শন করছে। আমি মহাকাশ বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট শুনেছি এবং আমরা একটি প্রতিক্রিয়া পেয়েছি এবং খুব গর্বিত যে, বিমানটি ইতোমধ্যেই এখানে এর ব্যাপক উৎপাদনের পর্যায়ে রয়েছে’। ২০১৮ সালে সিরিয়ায় বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে সু-৫৭ প্রথমবারের মতো পরীক্ষা করা হয়েছিল।
রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স ২০২৪ সালের শেষের দিকে ২২টি সু-৫৭ ফাইটার পাবে এবং তাদের সংখ্যা ২০২৮ সালের মধ্যে ৭৬-এ উন্নীত হবে। প্রথম সু-৫৭ ফাইটারটি ২০২০ সালে রাশিয়ান সেনাদের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। সূত্র: তাস।