মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী ফরিদুজ্জামান মিঠুকে (৩৫) আটক করেছে। আটক ফরিদুজ্জামান মিঠু যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের মুরাদ আলীর ছেলে।
থানার ডিউটি অফিসার এ এস আই রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আসাদুজ্জামান,এ এস আই সজল কুমার ও এ এস আই রওশন আলী অভিযান চালিয়ে মহেশপুর হাকিমপুর সড়ক থেকে শনিবার রাতে ৮০ পিচ ইয়াবা টেবলেটসহ ব্যবসায়ী ফরিদুজ্জামান মিঠুকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, ইয়াবাসহ আটক ব্যবসায়ীকে গতকাল রোববার সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।