নিজস্ব প্রতিবেদক,মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শ্রেণী কক্ষে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে তৃতীয় শ্রেণীর ছাত্র শাবীব ১০২ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন, চতুর্থ শ্রেণীর ছাত্র রাদি ৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসনিয়া খাতুন ৬২ ভোট পেয়ে তৃতীয় স্থান, পঞ্চম শ্রেনীর ছাত্র মুরাদ হোসেন ৬২ ভোট পেয়ে চতুর্থ স্থান, তৃতীয় শ্রেনীর ছাত্রী তাকিয়া খাতুন ৬১ ভোট পেয়ে ৫ম স্থান, পঞ্চম শ্রেনীর ছাত্র মাহির হোসেন ৬০ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান ও চতুর্থ শ্রেনীর ছাত্রী মার্জিয়া খাতুন ৫৬ ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন।
জলিলপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম দুলাল মন্ডল জানান, ৭টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী এবারের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ২২২ জন ভোটারের মধ্যে ১৭৫ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
এর মধ্যে ৫টি ভোট বাতিল করেন নির্বাচন কমিশনার তাসলিমা খাতুন।